Logo
×

Follow Us

রাজনীতি

এরশাদের ‘পল্লী নিবাস’ লকডাউন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ মে ২০২০, ১৭:২১

এরশাদের ‘পল্লী নিবাস’ লকডাউন

লকডাউন করা হয়েছে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের রংপুরের ‘পল্লী নিবাস’ বাড়িটি।

একই সঙ্গে এরশাদের ছেলে সাদ এরশাদ ও তার স্ত্রীকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে

এরশাদের ছেলে সংসদ সদস্য সাদ এরশাদের ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহিল বাকী কিসলু করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রবিবার রাতে স্বাস্থ্য বিভাগের নির্দেশে পল্লী নিবাস বাস ভবনটি লকডাউন করা হয়েছে। 

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রবিবার সস্ত্রীক রাজধানীতে যাওয়ার কথা ছিল সাদ এরশাদের। কিন্তু তার সহকারী কিসলুর করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ায় রাতেই বাড়িটি লকডাউন করে দেওয়া হয়।

জেলা সিভিল সার্জেন হিরম্ব কুমার জানিয়েছেন, কিসলু সার্বক্ষণিক সাদ এরশাদের সঙ্গে থাকায় ওই দম্পতিকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

সাদের আরেক বিশেষ সহকারী ইসমাইল হোসেন প্রিন্স জানান, মঙ্গলবার তাদের নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্য বিভাগ।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে গত ৩০ এপ্রিল খাদ্যসামগ্রী বিতরণ করেন এমপি সাদ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫