Logo
×

Follow Us

রাজনীতি

চার্টার্ড ফ্লাইটে লন্ডন গেলেন সোহেল এফ রহমান ও মোর্শেদ খান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২০, ১০:৪৬

চার্টার্ড ফ্লাইটে  লন্ডন গেলেন সোহেল এফ রহমান ও মোর্শেদ খান

সোহেল এফ রহমান ও এম মোরশেদ খান

করোনাভাইরাস মহামারীর মধ্যে প্লেন চলাচল বন্ধ থাকায় চার্টার্ড ফ্লাইটে সস্ত্রীক যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছেড়েছেন বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সোহেল এফ রহমান ও বিএনপির সাবেক নেতা এম মোরশেদ খান।

গতকাল শুক্রবার (২৯ মে) একটি বিশেষ ফ্লাইটে সোহেল এফ রহমান ও তার স্ত্রী লন্ডনের উদ্দেশ্যে রওনা হন বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মফিদুর রহমান জানিয়েছেন।

বেক্সিমকোর এক মুখপাত্র জানান, অন্তঃসত্ত্বা মেয়ের পাশে থাকতেই সোহেল এফ রহমান ও তার স্ত্রী যুক্তরাজ্যে গিয়েছেন।

সোহেল এফ রহমান বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা এবং বর্তমান ভাইস চেয়ারম্যান সালমান রহমানের বড় ভাই। সালমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। 

অপরদিকে বৃহস্পতিবার একটি বিশেষ ফ্লাইটে মোরশেদ খান ও তার স্ত্রী নাসরিন খান লন্ডনে গেছেন বলে বেবিচক চেয়ারম্যান জানিয়েছেন।

পরিবার সূত্র জানায়, মোরশেদ খান দীর্ঘদিন ধরে পারকিনসনসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। চিকিৎসার স্বার্থেই তিনি যুক্তরাজ্যে গিয়েছেন।

মোরশেদ খানের একজন সহকারী শুক্রবার বলেছেন, স্যার গতকাল চার্টার্ড বিমানে লন্ডনে গেছেন চেকআপ করাতে। তিনি গুরুতর অসুস্থ। স্যারের সাথে উনার স্ত্রী ম্যাডাম নাসরিন খানও আছেন।

সালমানের বেয়াই সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান। মোরশেদ খান দম্পতির লন্ডন যাত্রার সাথে রহমান দম্পতির যাত্রার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পরিবারিক একটি সূত্র।

এ বিষয়ে বেবিচক চেয়ারম্যান মফিদুর রহমান বলেন, একটা স্পেশাল ফ্লাইটে যেটা সালমান এফ রহমানের বড় ভাইয়ের যাওয়ার কথা। উনাদের (এম মোরশেদ খান) সাথে এটা কানেকটেড ছিল। উনারা দুইটা ফ্লাইট চার্টার করেছিলেন। একটাতে উনারা গেছেন, আরেকটায় সালমান এফ রহমানের বড় ভাই গেছেন।

করোনাভাইরাসের কারণে গত ২১ মার্চ থেকে দেশে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। ২৮ মে সিভিল এভিয়েশন আন্তর্জাতিক রুটে বিমান চলাচল ১৫ জুন পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছে। তবে অভ্যন্তরীণ রুটে ১ জুন থেকে সীমিত পরিসরে বিমান চলবে বলেও জানিয়েছে সংস্থাটি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫