Logo
×

Follow Us

রাজনীতি

পরিস্থিতির অবনতি হলে আবারো কঠিন সিদ্ধান্ত : কাদের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২০, ১৪:৫৫

পরিস্থিতির অবনতি হলে আবারো কঠিন সিদ্ধান্ত : কাদের

সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অসচেতনতা ও স্বাস্থ্যবিধি না মানার ফলে পরিস্থিতির যদি আরো অবনতি হয় তাহলে জনস্বার্থে সরকার আবারো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

সোমবার (১ জুন) রাজধানীর সেতু ভবনে সেতু বিভাগের কর্মকর্তা-কর্মচারিদের সাথে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয়ে এ সতর্কবার্তা দেন তিনি।

করোনাভাইরাস সংকটে পরিবহন মালিক ও শ্রমিকদের মানবিকতার দৃষ্টান্ত স্থাপনের অনুরোধ জানিয়েছেন তিনি।

সেই সাথে তিনি সতর্ক করেছেন যে, স্বাস্থ্যবিধি না মানলে দেশ আরো গভীর সংকটে নিমজ্জিত হতে পারে।

কাদের বলেন, সরকার সংকটের শুরু থেকে সব দফতর ও সংস্থার সমন্বয় গড়ে তুলে সংক্রমণ রোধ, আক্রান্তদের চিকিৎসা ও পরীক্ষার সক্ষমতা বৃদ্ধিসহ ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি বলেন, বিশ্বব্যাপী শেখ হাসিনা সরকারের সংকট সমাধানের সাহসী ও মানবিক প্রয়াস প্রশংসিত হলেও বিএনপি অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়ে নির্লজ্জভাবে দায়িত্বহীন বক্তব্য রাখছে।

বিএনপিকে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন, সংগ্রাম আর নির্বাচনে ব্যর্থতার গ্লানি নিয়ে বিএনপি জনগণের কাছে যেতে ভয় পায়। তাই তারা জনগণের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে গণমাধ্যমে চর্বিত চর্বণ করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫