Logo
×

Follow Us

রাজনীতি

গণমানুষের বাজেট চায় বাম ঐক্য

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২০, ১৯:০০

গণমানুষের বাজেট চায় বাম ঐক্য

আসন্ন ২০২০-২১ অর্থবছরের বাজেটে গণমানুষের প্রয়োজনের প্রতিফলনের দাবি জানিয়ে মঙ্গলবার মানববন্ধন করবে গণতান্ত্রিক বাম ঐক্য।

সোমবার (৮ জুন) গণতান্ত্রিক বাম ঐক্যর সমন্বয়কারী ডা. সামছুল আলম এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

সংগঠনের সমন্বয়কারী ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সিপিবির (এম) সাধারণ সম্পাদক কমরেড ডা. এম সামাদ, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, কৃষক মোর্চার আহ্বায়ক মোহাম্মদ মাসুমসহ আয়োজক সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫