করোনায় আক্রান্ত ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুন ২০২০, ১৬:৫১

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জেলা বিএনপির সভাপতি দেওয়ান সালাহ উদ্দিন আশফাকের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছেন।
এছাড়াও করোনা আক্রান্তের খবরটি নিশ্চিত করে বিএনপি'র চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, খন্দকার আবু আশফাক বর্তমানে ভালো আছেন। বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। তার পরিবারের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।