বিদ্যুতের দাম বৃদ্ধির বিল পাস হলে আন্দোলন: রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুন ২০২০, ১৭:৪৭
-5ef33d363fdb8.gif)
রুহুল কবির রিজভী। ফাইল ছবি
বিদ্যুৎ-জ্বালানির দাম বছরে কয়েকবার বৃদ্ধির আইন পাস হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
বিদ্যুৎ ও জ্বালানির দাম বছরে কয়েকবার বৃদ্ধির জন্য সংসদে উত্থাপিত বিলের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, আমি সংসদে এই আইন পাশ না করার আহবান জানাচ্ছি। অন্যথায় এই করোনাকালের মধ্যেও এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
আজ বুধবার (২৪) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
রিজভী বলেন, গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে অনুমোদনের জন্যের উত্থাপিত ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিল-২০২০’ বিলটির মাধ্যমে প্রমাণিত হল বর্তমান সরকার এক নিষ্ঠুর ও অবিবেচক গণদুশমন। বছরে বারবার বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির এই বিল পাস মানে গরিবদের সলিল সমাধি রচনা করা।
তিনি বলেন, আমরা সংসদে উত্থাপিত এই বিলের বিরুদ্ধে শুধুমাত্র নিন্দা নয়, ধিক্কার জানাচ্ছি। এই আইন পাস না করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। অন্যথায় এই করোনাকালের মধ্যে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
কুষ্টিয়া সদর যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম বিপ্লবকে গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবিও জানান তিনি।