Logo
×

Follow Us

রাজনীতি

সাবেক মন্ত্রী গিয়াস উদ্দিন আর নেই

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২০, ১১:৪০

সাবেক মন্ত্রী গিয়াস উদ্দিন আর নেই

সাবেক মন্ত্রী ও শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এটিএম গিয়াস উদ্দিন ইন্তেকাল করেছেন। 

শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টায় ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এটিএম গিয়াস উদ্দিনের ভাতিজা উজ্জ্বল ব্যাপারী তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে গতকাল রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। 

বিএনপি নেত্রী শ্যামা ওবায়েদ জানান, শনিবার বাদ জোহর জানাজা শেষে মোহাম্মদপুরের একটি কবরস্থানে তাকে দাফন করা হবে। 

এটিএম গিয়াস উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫