Logo
×

Follow Us

রাজনীতি

এমপি ইসরাফিল আলম মারা গেছেন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ০৮:৩১

এমপি ইসরাফিল আলম মারা গেছেন

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম মাত্র ৫৪ বছর বয়সে মারা গেছেন।

সোমবার (২৭ জুলাই) সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইসরাফিল আলমের বড় মেয়ে ইসরাত সুলতানা গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বেশকিছু দিন ধরে শারীরিকভাবে অসুস্থতা বোধ করছিলেন সংসদ সদস্য ইসরাফিল আলম। গত ৬ জুলাই তাকে প্রথম ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। সেখানে কিছু দিন চিকিৎসা নেয়ার পর কিছুটা সুস্থ হলে তাকে বাসায় আনা হয়। পরে পরীক্ষা করে করোনা নেগেটিভ রিপোর্ট আসে তার। লিভারে পানি জমাসহ বিভিন্ন শারীরিক সমস্যার কারণে গত ২৩ জুলাই রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয় ইসরাফিল আলমকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরীরের অবনতি হলে দুইদিন থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এ অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।  

ইসরাফিল আলম নওগাঁ-৬ আসন থেকে পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫