Logo
×

Follow Us

রাজনীতি

সিরাজগঞ্জ-১ আসনে উপ-নির্বাচন

মনোনয়ন ফরম কিনলেন নাসিমের ছেলে জয়

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ১৭:৩২

মনোনয়ন ফরম কিনলেন নাসিমের ছেলে জয়

সিরাজগঞ্জ-১ আসনে উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস‌্য ও মন্ত্রী এবং ১৪ দলের সাবেক মুখপাত্র প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়।

আজ বুধবার (১৯ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করেন তিনি।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক কমিটির সহ-সভাপতি ছিলেন তানভীর শাকিল জয়। তিনি ২০০৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আজ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করার পর সাংবাদিকদের জয় বলেন, আমার দাদা ও বাবা কাজীপুরবাসীর প্রত‌্যাশা পূরণে যে পথ অনুসরণ করে গেছেন, সেই অনুযায়ী আমি কাজ করে যাব এলাকাবাসীর জন‌্য। আশা করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন। আর যদি আমাকে মনোনয়ন না দেয়া হয়, তাহলে দল থেকে যাকে মনোনীত করা হবে, নৌকার জন্য আমি কাজ করে যাব।

আজ দুপুর পর্যন্ত পাঁচ আসনে ৫১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার পর্যন্ত ঢাকা-৫, ঢাকা-১৮, পাবনা-৪ ও নওগা-৬ আসনে ৪৩টি দলীয় মনোনয়নপত্র ক্রয় কর‌া হলেও সিরাজগঞ্জ-১ আসন (কাজীপুর) থেকে কেউ মনোনয়নপত্র কেনেননি।   

শ্বাসকষ্ট নিয়ে গত ১ জুন হাসপাতালে ভর্তির পর করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৪ জুন ভোরে তার ব্রেন স্ট্রোক হয়। ১৩ জুন মারা যান তিনি। এরপর সিরাজগঞ্জ-১ আসনকে শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫