
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পূর্বে দেশবাসির সামনে কমিটমেন্ট করেছিলেন তারা ক্ষমতায় এসে ক্রসফায়ার উঠিয়ে নেবে। কিন্তু তারা ক্ষমতায় এসে নিজেদের ওয়াদা ভুলে গেছেন।
বিএনপি ঘোষিত ‘গুম দিবস’ উপলক্ষে গত ৮ বছর পূর্বে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া বরিশালের সহোদর ছাত্রদল নেতার পরিবারের খোঁজ খবর নিতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এর আগে আজ রবিবার (৩০ আগস্ট) বিকেলে নগরীর কলেজ রোড মসজিদ লেনে নিখোঁজ বিএম কলেজ ও সরকারি বরিশাল কলেজ ছাত্রদল নেতা ফিরোজ খাঁন কালু এবং মিরাজ খানের বাসায় তার পরিবারের খোঁজ-খবর নিতে যান মজিবর রহমান সরোয়ার।
পরে তিনি সেখানে নিখোঁজ কালু ও মিরাজ সহোদরের জন্য দোয়া-মোনাজাত করেন এবং তাদেন মা ফিরোজা বেগমকে শান্তনা দেন বিএনপির কেন্দ্রীয় নেতা মজিবর রহমান সরোয়ার।
দোয়া-মোনাজাতের পূর্বে তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার ডিজিটাল ও ক্রসফায়ারের নামে মানুষের অধিকার কেড়ে নিয়েছে। সরকার ভোট ও জনগণের সরকার হলে দেশে এধরনের কাজ করতে সাহস পেত না।
তিনি বলেন, তারা এদেশের মানুষের মৌলিক ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় বসে বেপরোয়া হয়ে গেছে, কাউকে কোন জবাবদিহি করছে না। তাদের পক্ষে দেশের জনগণের কোন রায় না থাকার কারণে মানুষকে খুন-গুম করে ক্ষমতা আকড়ে ধরে মানুষের অধিকার রক্ষা করছে না। আমরা সরকারের এসকল কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।
তিনি আরো বলেন, কালু ও মিরাজের মা- জানে না তার দুই সন্তান কোথায় কিভাবে আছে। তারা কি বেঁচে আছে, না কি মারা গেছে। এই সরকারের সময় সেই জানার অধিকার থেকেও বঞ্চিত হয়েছে দুই ছেলে হারানো মা।
কালু ও মিরাজের বাসায় দোয়া-মোনাজাতকালে আরো উপস্থিত ছিলেন- মহানগর বিএনপি নেতা মাহফুজুর রহমান, সাবেক যুবদল নেতা খন্দকার গোলাম মোস্তফা, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমাউন কবীর, সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান তছলিম প্রমুখ।
উলেখ্য, ২০১২ সালের ৩ই এপ্রিল মিরাজ খাঁন ও ১২ সালের ২৪ই আগস্ট বড় ভাই ফিরোজ খাঁন কালু চট্টগ্রাম থেকে নিখোঁজ হয়।