একজন মানুষও অনাহারে থাকবে না: প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২০, ১৫:১৯

তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেছেন, বর্তমান সরকার দেশের যেকোনো দুর্যোগ-দুঃসময় সাহস ও সফলতার সাথে মোকাবেলা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা, আমফান, বন্যাসহ দেশের বিভিন্ন দুর্যোগে প্রতিটি অসহায় মানুষের ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি। বাংলাদেশের একজন মানুষও অনাহারে থাকবে না। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা ইউনিটের সহ-সভাপতি আশরাফ হোসেন তরফদার।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মাসুম রেজা রহিম, কার্যকরী সদস্য সোহরাব হোসেন বাবুল, সাখাওয়াত হোসেন তপন, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন মুকুল, যুব রেড ক্রিসেন্টের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনি, লবণ ও সুজি বিতরণ করা হয়।