Logo
×

Follow Us

রাজনীতি

সুস্থ আছেন তথ্যমন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ১৪:৩৪

সুস্থ আছেন তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

করোনাভাইরাসের আক্রান্ত তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। করোনা আক্রান্ত হলেও সুস্থ আছেন তিনি।

আজ শনিবার (১৭ অক্টোবর) তথ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ এ তথ্য জানিয়েছেন। 

করোনা পজেটিভ শনাক্তের পর গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) রাতে তথ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। 

চিকিৎসকরা জানান, করোনায় আক্রান্ত হলেও তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। সকলের দোয়া চেয়েছেন ড. হাছান মাহমুদ। তিনি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং এখন জ্বর নেই। 

করোনাভাইরাস মহামারীকালে প্রায় প্রতিদিনই সচিবালয়ে কাজ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫