Logo
×

Follow Us

রাজনীতি

বিএনপি-আওয়ামী লীগ অটো প্রমোশনের পার্টি: জাফরুল্লাহ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২০, ২২:১৫

বিএনপি-আওয়ামী লীগ অটো প্রমোশনের পার্টি: জাফরুল্লাহ

বিএনপি ও আওয়ামী লীগ অটো প্রমোশনের দল বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) এবি পার্টির নেতৃত্ব পর্যায়ের কেন্দ্রীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘যারা নতুন ধারার রাজনীতি করতে চান তাদের দিনকে দিন বলতে শিখতে হবে। রাজনীতিতে পরিবর্তনের জন্য নিজেদের মধ্যে বিতর্ক করতে হবে, সাধারণ জনগণের জন্য কাজ করার চ্যালেঞ্জ নিতে হবে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ৭ মার্চে সঠিক বক্তব্য দিয়েছেন। তিনি জোরে জয় বাংলা বলেছেন, পরে আস্তে করে পাকিস্তান জিন্দাবাদ বলেছেন। একজন রাজনৈতিক নেতা পরিস্থিতি ও জনগণের দাবিকে প্রাধান্য দেবেন এটাই স্বাভাবিক। বঙ্গবন্ধু শাহ আজিজ, ফজলুল কাদের চৌধুরী এদের খোঁজ-খবর নিতেন।’

তিনি আরো বলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগ সব অটো প্রমোশনের পার্টি। দলে কোনো গণতন্ত্র নেই। এবি পার্টিকে গণতান্ত্রিক হবার চেষ্টা করতে হবে।’

এবি পার্টির আহ্বায়ক সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে ধানমন্ডি গণস্বাস্থ্য কেন্দ্র অডিটরিয়ামে দিনব্যাপী কর্মশালা শুরু হয়।

কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক নোমান ইরফান, প্রফেসর ডা. মেজর (অবসরপ্রাপ্ত) আবদুল ওহাব মিনার, এরশাদ হোসেন সাজু, অ্যাডভোকেট গোলাম ফারুক, মজিবুর রহমান মঞ্জু, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভুঁইয়া, বিএম নাজমুল হক, সাজ্জাদ হোসেন প্রমুখ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫