Logo
×

Follow Us

রাজনীতি

চসিকের সাবেক মেয়র নাছির করোনায় আক্রান্ত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২০, ২১:১১

চসিকের সাবেক মেয়র নাছির করোনায় আক্রান্ত

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত এক সপ্তাহ ধরে অসুস্থ বোধ করছিলেন আ জ ম নাছির উদ্দীন। এ সময় তিনি বাসায় অবস্থান করছিলেন। কিন্তু করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে আজ সকালে হাসপাতালে ভর্তি করা হয়। সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষায় তার ফুসফুসের ১০ ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিকিৎসকরা জানান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। সন্ধ্যায় সেই রিপোর্ট পজিটিভ এসেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫