Logo
×

Follow Us

রাজনীতি

স্থানীয় নির্বাচনে বিএনপির মনোনয়নপত্র বিতরণ শুরু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২০, ২০:২৫

স্থানীয় নির্বাচনে বিএনপির মনোনয়নপত্র বিতরণ শুরু

স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে বিএনপি। মঙ্গলবার (১০ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে এ কার্যক্রম শুরু হয়।

চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, প্রথম দিনে তিনজনকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে এবং ১১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার মনোনয়নপত্র বিতরণ করেন।

তিনি জানান, এদিন গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে ধানের শীষের আগ্রহী প্রার্থী আবুল কালাম আজাদ, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ধানের শীষের আগ্রহী প্রার্থী জহিরুল হক মিন্টু, মৌলভীবাজার কুলাউড়া উপজেলার বরংচাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষের আগ্রহী প্রার্থী মো. আব্দুল মুক্তাদিরকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ মোট ১১ প্রার্থীকে মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫