Logo
×

Follow Us

রাজনীতি

হুইপ স্বপন করোনাভাইরাসে আক্রান্ত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২০, ১৭:১২

হুইপ স্বপন করোনাভাইরাসে আক্রান্ত

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন করোনাভাইরাসে আক্রান্ত। এর আগে বৃহস্পতিবার রাতে স্বপনের করোনার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

শুক্রবার (১৩ নভেম্বর)  আবু সাঈদ আল মাহমুদের ব্যক্তিগত সহকারী এবিএম ইমরুল হাসান সৈকত গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইমরুল হাসান সৈকত জানান, হুইপ আল মাহমুদ স্বপন নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে।  তিনি বৃহস্পতিবার রাত থেকেই ১৪ দিনের কোয়ারেন্টিন শুরু করেছেন।

এর আগে গত ৫ নভেম্বর করোনা আক্রান্ত হন হুইপের স্ত্রী। তার কিছুটা অসুস্থ হওয়ায় তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। তবে এখন হুইপ এবং তার স্ত্রী দুইজনই সুস্থ আছেন এবং বাসায় কোয়ারেন্টিনে আছেন। তবে তাদের মেয়ের রিপোর্ট নেগেটিভ এসেছে।

এদিকে হুইপ নিজে ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি বৃহস্পতিবার থেকে করোনা আক্রান্ত। আমার স্ত্রী গত ১১ দিন ধরে আক্রান্ত। অনুগ্রহপূর্বক আমাদের জন্য দোয়া করবেন।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫