Logo
×

Follow Us

রাজনীতি

বিএনপি নেতা দুলু করোনা আক্রান্ত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০, ০৯:২১

বিএনপি নেতা দুলু করোনা আক্রান্ত

আসাদুল হাবিব দুলু

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী ও ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) রাতে তাকে ঢাকার আলী আজগর হাসপাতালে ভর্তি করার জন্য রংপুর থেকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান বাবলা। 

এর আগে বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন দুলু। বিকেলে তার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ আসে।

বাবলা জানান, বেশ কিছুদিন ধরে অসুস্থতা অনুভব করলে লালমনিরহাটের নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু। বুধবার সকালে তাকে রংপুরের ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যায় করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই বিশেষ অ্যাম্বুলেন্সযোগে ঢাকার আলী আজগর হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়েছে।

এদিকে বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর রোগমুক্তি কামনায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫