Logo
×

Follow Us

রাজনীতি

করোনামুক্ত হলেন বিএনপির নজরুল ইসলাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০, ১২:২৯

করোনামুক্ত হলেন বিএনপির নজরুল ইসলাম

নজরুল ইসলাম খান। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান করোনাভাইরাসমুক্ত হয়েছেন। আজ রবিবার (১৩ ডিসেম্বর) সকালে তার করোনা রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।

নজরুল ইসলাম নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে নেগেটিভ রিপোর্ট পেলাম। চিকিৎসককে বলেছি যত দ্রুত সম্ভব আমাকে ছাড়পত্র দিলে বাসায় যাবো। চিকিৎসকের ছাড়পত্র পেলে ২/১ দিনের মধ্যে বাসায় ফিরবো। একইসাথে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় রেস্টে থাকবো।

এর আগে গত ৩০ নভেম্বর বিকালে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। সেদিনই সন্ধ্যায় তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন।

শীতের শুরুতে দেশে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার স্ত্রী আফরোজা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত বুলুসহ তার পুরো পরিবার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শ্যামা ওবায়েদসহ কয়েকজন নেতা আক্রান্ত হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫