
নিউইয়র্কের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে সাদেক হোসেন খোকা : ছবি সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার দেশের মাটিতেই যেনো তার কবর হয়- তা চেয়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খোকা আমাদের বলেছেন, তার বন্ধুদের বলেছেন, দেশের মাটিতেই যেন তার কবর হয়। আজও তার ছেলে সকালবেলা ফোন করে বলেছে, বাবার এই ইচ্ছা আমরা পূরণ করতে চাই।
বিএনপির মহাসচিব বলেন, সাদেক হোসেন খোকা দুরারোগ্যে ক্যান্সারে ভুগছেন। চিকিৎসার জন্য তিনি বিদেশে অবস্থান করছেন। তিনি বলেছেন, যদি অসুস্থ না থাকতেন, প্রতি সপ্তাহে মনিটর করতে ডাক্তারের কাছে যদি যেতে না হতো, তাহলে দেশে গিয়ে জেলে যেতেন, মানুষের সঙ্গে থাকতেন। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, খোকা যেন সুস্থ অবস্থায় দেশে ফিরতে পারেন।
দলীয় ও পারিবারিক সূত্র জানায়, ক্যান্সার চিকিৎসার জন্য ২০১৪ সালের মে মাসে যুক্তরাষ্ট্রে যান খোকা। ২০১৭ সালের শেষদিকে খোকা এবং তার স্ত্রী ইসমত হোসেনের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। তারা বাংলাদেশ কনস্যুলেটে পাসপোর্ট নবায়ন বা নতুন পাসপোর্টের জন্য আবেদন করেন। তবে দীর্ঘদিনেও পাসপোর্ট না পাওয়ায় তিনি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। সেই আবেদন এখনও নিষ্পত্তি হয়নি। ফলে চিকিৎসাধীন সাবেক এ মেয়রের মৃত্যু হলে তার মরদেহ দেশে আনার বিষয়টি জটিল হবে বলে আশঙ্কা করছে তার পরিবর। কারণ বাংলাদেশের পাসপোর্ট নেই তার।
এদিকে এ বিষয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির এ নেতার পরিবারকে দেশে আসার জন্য ট্রাভেল পারমিটের আবেদনের পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম।