জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
এখনো সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯, ২০:৪০

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পরদিন ঢাকায় সমাবেশের এখনো অনুমতি পায়নি বিএনপি। ইতোমধ্যে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান, নয়া পল্টন দলীয় কার্যালয়ের সামনে অথবা গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে এই সমাবেশ করার অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে দলটি।
এ নিয়ে আজ সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে দেখা করতে যায় বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ; কিন্তু বিএনপির প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের সাক্ষাত পায়নি।
পরে ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল হকের সাথে দেখা করে সমাবেশ করার বিষয়ে কথা বলেন। পুলিশের এই কর্মকর্তা বিএনপি নেতাদের জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে ঊদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে আলাপ করে সিদ্ধান্ত জানাবেন। বিএনপি নেতা আবদুস সালাম আজাদ এ তথ্য জানান।