Logo
×

Follow Us

রাজনীতি

খোকার মরদেহ বৃহস্পতিবার দেশে আসছে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯, ০৮:৪৫

খোকার মরদেহ বৃহস্পতিবার দেশে আসছে

সাদেক হোসেন খোকা। ফাইল ছবি

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছাবে।

বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গতকাল সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। এর আগে মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে জন এফ কেনেডি বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সে প্রয়াত এ মুক্তিযোদ্ধার মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা রওনা হবেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপির ভাইস চেয়ারম্যান খোকা (৬৭) বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টায় মারা যান।

সাবেক মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র খোকার মরদেহ দেশে আনতে সরকার ‘সর্বাত্মক’ সহযোগিতা করবে বলে সোমবার জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। 

মুক্তিযুদ্ধের ক্র্যাক প্লাটুনের এই গেরিলা যোদ্ধা দীর্ঘ পাঁচ বছর দুরারোগ্য কিডনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে তাঁর প্রথম জানাজা হয়েছে। জানাজার আগে প্রবাসী মুক্তিযোদ্ধারা তাঁর প্রতি সম্মান জানান। সেখানে বাংলাদেশ দূতাবাসের আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার সকালে তার মরদেহ দেশে আসবে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫