ওয়ার্কাস পার্টির সম্মেলন
মেনন-বাদশা পুনর্নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯, ১৭:২৫

রাশেদ খান মেনন ও ফজলে হোসেন বাদশা। ফাইল ছবি
ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা পুনরায় নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) ওয়ার্কাস পার্টির সম্মেলনের শেষ দিনে তাদের পুনরায় নির্বাচিত করা হয়।
এর আগে, গত শনিবার থেকে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির চার দিনব্যাপী কংগ্রেস শুরু হয়। এবারের কংগ্রেসে পার্টির দুই শীর্ষ পদ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যেকোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই সেটা আগেই বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল।