Logo
×

Follow Us

রাজনীতি

কৃষক লীগের দশম সম্মেলন উদ্বোধন করলেন শেখ হাসিনা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯, ১১:২২

কৃষক লীগের দশম সম্মেলন উদ্বোধন করলেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন কৃষক লীগের সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা।

এর আগে তিনি আজ বুধবার (৬ নভেম্বর) বেলা ১১টা ৯ মিনিটে সম্মেলন স্থল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছান। ওই সময় মুহুর্মুহু স্লোগান আর করতালির শুভেচ্ছায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

দলীয় নেত্রীকে বরণ করে নেন কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক শামসুল হক রেজা। মঞ্চে উঠে শেখ হাসিনা নেতা-কর্মীদের উদ্দেশে হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন। 

এরপর শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন উড়িয়ে জাতীয় সংগীত গেয়ে দশম সম্মেলন উদ্বোধন করেন তিনি। 

সম্মেলন উদ্বোধনের পর পবিত্র আল কোরআন থেকে ফাতিহা পাঠ করে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।

প্রধানমন্ত্রীকে সম্মেলনের ব্যাজ পরিয়ে দেন কৃষক লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও এমপি শামীমা শাহরিয়ার।

প্রধান অতিথির ভাষণের পর সম্মেলনের প্রথম পর্বে অনুষ্ঠান শেষ হবে। দ্বিতীয় সেশন শুরু হবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দুপুরের খাবারের বিরতির পর। এই সেশনে থাকবেন শুধু কাউন্সিলররা।

প্রায় আট বছর পর কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলন হয় সর্বশেষ ২০১২ সালের ১৯ জুলাই। তিন বছরের কমিটির মেয়াদ থাকলেও চলেছে প্রায় আট বছর।

এদিকে দীর্ঘদিন পর সংগঠনের সম্মেলনকে কেন্দ্র করে সোহারাওয়ার্দী উদ্যান পরিণত হয়েছে উৎসবের স্থান হিসেবে। সোহরাওয়ার্দী উদ্যান তো বটেই আশপাশে এলাকা সেজেছে বর্ণিল সাজে। রাস্তার মোড়ে মোড়ে ব্যানার ফেস্টুনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫