জিয়া পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করেছেন: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২১, ১৬:০৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, ‘আমরা বীর উত্তম এবং সেক্টর কমান্ডারদের গৌরবমাখা ইতিহাস দেখেছি। সবার যুদ্ধাকালীন লেখা রয়েছে। জিয়াউর রহমানের কোনো উল্লেখযোগ্য কিছু এখন পর্যন্ত আমাদের জানা নেই। তার লেখা যুদ্ধ ইতিহাসের কোনো পুস্তকও আমরা দেখিনি। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার ছদ্মবেশে পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করেছেন।’
শুক্রবার (১২ মার্চ) সকালে কুষ্টিয়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, বিএনপি ইতিহাস বিকৃতি করছে। জামায়াত এবং বিএনপি উভয় দলই জঙ্গিবাদী। অতীতে জামায়াত বিভিন্ন হামলার মধ্য দিয়ে জঙ্গিবাদী চরিত্র প্রকাশ করেছে। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি পুলিশের ওপর যে হামলা করেছে তাতে তাদের জঙ্গিবাদী চরিত্র উন্মোচন হয়েছে। জামায়াত এবং বিএনপি জঙ্গিবাদী দল হিসেবে আন্তর্জাতিকভাবে চিহ্নিত। কোনো সন্ত্রাসবাদী রাজনৈতিক দল স্বাধীন বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে না।
এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।