Logo
×

Follow Us

রাজনীতি

হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত রিজভী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ১২:৫৮

হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত রিজভী

রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। 

উন্নত চিকিৎসার জন্য তাকে আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম।

বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন বিএনপির এই নেতা। গতকাল বুধবার (১৭ মার্চ) করোনা টেস্ট করালে পজিটিভ রিপোর্ট আসে। 

ডা. রফিকুল বলেন, সুচিকিৎসার জন্য রিজভীকে আজ স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বক্ষনিক খোঁজখবর রাখছেন। 

রিজভীর স্ত্রী আরজুমান আরা আইভী ও ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার সাথে আছেন। পরিবারের পক্ষ থেকে তার আশু রোগ মুক্তির জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫