
আগা খান মিন্টু।
তিন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আগা খান মিন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
বুধবার (২৩ জুন) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন তিন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
ঢাকা-১৪ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহজালাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা-১৪ আসনে বৈধ চার প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, বিএনএফের কে ওয়াই এম কামরুল ইসলাম ও জাসদের আবু হানিফ— এই তিন জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এই আসনের উপনির্বাচনে আগা খান মিন্টুর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। তিনি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হবেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহজালাল বলেন, তফসিল অনুযায়ী এই আসনের বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামীকাল (বৃহস্পতিবার)। কিন্তু এর আগেই চার প্রার্থীর তিন জনই মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আরও একজনের মনোনয়নপত্র নির্বাচন কমিশন বাতিল করেছে।
এখন আগা খান মিন্টু আগামীকালের মধ্যে নিজে প্রার্থিতা প্রত্যাহার না করলে তিনিই বিজয়ী হবেন। প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হলে বিষয়টি কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।