Logo
×

Follow Us

রাজনীতি

ঢাকা-১৪ আসনে মিন্টুকে জয়ী ঘোষণা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ জুন ২০২১, ১৫:৩১

ঢাকা-১৪ আসনে মিন্টুকে জয়ী ঘোষণা

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আগা খান মিন্টু।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আগা খান মিন্টুকে ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

ওই আসনে তিন জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় শুক্রবার (২৫ জুন) তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এই আসনে বিএনপি নির্বাচন বর্জন করেছিলো।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদের ঢাকা-১৪ শূন্য আসনের প্রার্থী আগা খান মিন্টুকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১৯ এর বিধান অনুযায়ী সংসদ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো।

এর আগে, বুধবার (২৩ জুন) সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহজালাল গণমাধ্যমকে বলেন, জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, জাসদের আবু হানিফ ও বিএনএফের কে ওয়াই এম কামরুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করায় আগা খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

ঢাকা-১৪ সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন ছিল ১৫ জুন। আর মনোনয়নপত্র বাছাই হয়েছে ১৭ জুন, প্রত্যাহারের শেষদিন ছিল গত বুধবার (২৩ জুন)। আসনটিতে ভোট গ্রহণের কথা ছিল ২৮ জুলাই। আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫