Logo
×

Follow Us

রাজনীতি

সাবেক ছাত্রনেতা এনামুল হক লাবু মারা গেছেন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ১৭:২১

সাবেক ছাত্রনেতা এনামুল হক লাবু মারা গেছেন

এনামুল হক লাবু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতা এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (প্রশাসক) এনামুল  হক লাবু (৫৮) ইন্তেকাল করেছেন। 

রবিবার (২৫ জুলাই) দুপুর ৩টার দিকে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে তিনি লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন তার ছাত্র-রাজনীতির সহকর্মী তৌহিদ রহমান।

এনামুল হক লাবু দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। গত দুই সপ্তাহর অধিক সময় ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ছিলেন, পরবর্তীতে ওয়ার্কার্স পার্টির সাথে যুক্ত হন। এর আগে তিনি খুলনা বিএল কলেজের ছাত্র ছিলেন। 

তার বাড়ি খুলনা শহরে। তিনি নবারুণ সংসদসহ নানা ধরনের সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫