Logo
×

Follow Us

রাজনীতি

এমপি সাইফুজ্জামান শিখর করোনায় আক্রান্ত

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ১৬:১৭

এমপি সাইফুজ্জামান শিখর করোনায় আক্রান্ত

মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই শফিকুজ্জামান বাচ্চু।

শফিকুজ্জামান বাচ্চু জানান, সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সীমা জামান বৃহস্পতিবার পরীক্ষা করালে করোনা পজিটিভ আসে। বর্তমানে ঢাকার বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তারা।

তাদের সুস্থতার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

সাইফুজ্জামান শিখরের রোগমুক্তি কামনা করেছেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫