Logo
×

Follow Us

রাজনীতি

সুর পাল্টালেন এমপি একরামুল, থাকতে চান আ. লীগে

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ আগস্ট ২০২১, ১২:৪০

সুর পাল্টালেন এমপি একরামুল, থাকতে চান আ. লীগে

নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। ফাইল ছবি

রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণার কয়েক ঘণ্টা পর এসব সত্য নয় বলে দাবি করেছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা একরামুল করিম চৌধুরী। তার এমন দ্বিমুখি বক্তব্যে জেলাজুড়ে চলছে সমালোচনা।

জানা যায়, শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপি একরামুল করিম। বলেন, শেখ হাসিনা দেশে আসার পর দলকে বিভক্ত করতে ব্যস্ত একটি মহল। তাই তিনি রাজনীতি থেকে অবসর নেবেন। 

এমন বক্তব্যের কয়েক ঘণ্টা পর ফেসবুক লাইভে এসে একরামুল করিম দাবি করেন, এসব তিনি বলেননি। আজীবন আওয়ামী লীগের রাজনীতি করে যেতে চান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়ে একরামুল করিম চৌধুরী বলেন, যারা বঙ্গবন্ধুকে ফেরাউন বলেছে এবং গত সম্মেলনে আমার ছাত্রলীগ ও যুবলীগের ওপর হামলা করেছে আপনি তাদের বিচারের আওতায় আনুন। আমি নোংরা রাজনীতি করি না। যদি নোংরা রাজনীতি করতাম তাহলে অনেকেই অনেক কিছু করতে পারতো।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫