
হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী।
হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন।
রবিবার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজ গাড়িতে বসে তিনি এ টিকা গ্রহণ করেন।
বিষয়টি নিশ্চিত করে হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস বলেন, দুপুরে হুজুর হাটহাজারী হাসপাতালে টিকা গ্রহণ করেছেন।
টিকা নেয়ার সময় বাবুনগরী বলেন, মহামারির এই কঠিন সংকটময় পরিস্থিতি থেকে রক্ষা পেতে যার যার অবস্থান থেকে সকল প্রকার গুনাহ ও অন্যায় কর্মকাণ্ড পরিহারপূর্বক তাওবা করে মহান আল্লাহর সাহায্য কামনা করেন। আল্লাহ তাআলার কাছে বিপদের এই সময় দোয়া করি, যেন এই সংক্রমণ থেকে আমরা সবাই দ্রুত মুক্তি পাই।
এর আগে গত ১১ এপ্রিল এক সভায় মাদ্রাসায় করোনা আসবে না বলে মন্তব্য করেছিলেন জুনায়েদ বাবুনগরী।
ওই সভায় তিনি বলেন, লকডাউন দিয়ে নুরানী, হেফজখানা, কওমী-দ্বীনি মাদ্রাসা বন্ধ রাখা যাবে না। যেখানে কোরআন-হাদিস পাঠ করা হয়, যেখানে হেফজখানায় ছাত্ররা কোরআন পাঠ করে সেখানে করোনা আসবে না। তার কারণ হলো আল্লাহর রহমত।