Logo
×

Follow Us

রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে দেখা হয়নি পরিবারের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯, ২১:৩৭

খালেদা জিয়ার সঙ্গে দেখা হয়নি পরিবারের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেনি তার পরিবার।

শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা ছিল তার স্বজনদের। কিন্তু কারা কর্তৃপক্ষের অনুমতি না মেলায় বেগম জিয়ার সঙ্গে সাক্ষাত করতে পারেননি তার স্বজনরা।

এদিকে আগামী ১৬ই ডিসেম্বর পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন বলে কারাকর্তৃপক্ষ জানিয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার স্বজনদের যাওয়ার কথা থাকলেও কারা কর্তৃপক্ষের অনুমতি না মেলায়  তারা দেখা করতে যাননি। যদিও শুক্রবার কারা কর্তৃপক্ষের কাছ থেকে উনার পরিবার ম্যাডামের সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫