Logo
×

Follow Us

রাজনীতি

জাপা মহাসচিব জিয়াউদ্দিন বাবলু আর নেই

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২১, ১০:০৮

জাপা মহাসচিব জিয়াউদ্দিন বাবলু আর নেই

জিয়াউদ্দিন আহমেদ বাবলু। ফাইল ছবি

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু (৬৬) আর নেই। আজ শনিবার (২ অক্টোবর) সকাল ৯টা ১২ মিনিটের দিকে রাজধানীর শ্যামলীর বাংলা‌দেশ স্পেশালাইজড হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন।

জাপা মহাসচিবের পরিবারের সদস্যরা জানান, গত মাসের শুরুর দিকে করোনাভাইরাসে সংক্রমিত হন তিনি। ৬ সেপ্টেম্বর তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে জিয়াউদ্দিন আহমেদকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেয়া হয়।

তার মরদেহ এখন হাসপাতালেই রাখা আছে। জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতারা কিছুক্ষণের মধ্যেই বৈঠকে বসবেন। এরপর জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে। 

চট্টগ্রামে জন্ম নেয়া বাবলু দ্বিতীয় দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন। এইচ এম এরশাদের সরকারে উপমন্ত্রীর দায়িত্বও পালন করেন সাবেক সংসদ সদস্য বাবলু।

জাসদ-বাসদ নেতা বাবলু গত শতকের ৮০ এর দশকের শুরুতে ডাকসুর জিএস থাকা অবস্থায় এরশাদের দলে যোগ দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫