গোবিন্দ প্রামাণিককে গ্রেফতারের দাবি এমপি বাহারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ২১:২২

ইনসেটে হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক। ছবি: সংগৃহীত
হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিকের গ্রেফতার দাবি করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন।
সোমবার (১৮ অক্টোবর) বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে মহানগর আওয়ামী লীগ আয়োজিত ‘সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সম্প্রীতির পক্ষে গণ জমায়েত’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন দাবি জানান।
আ ক ম বাহাউদ্দিন বলেন, গোবিন্দ প্রামাণিককে গ্রেফতার করতে হবে। তাকে গ্রেফতার করলেই কারা পূজামণ্ডপে হামলা করেছে, তা বেরিয়ে আসবে। তিনি সারা দেশের মানুষকে উসকে দিচ্ছেন।
কুমিল্লায় সব ধর্মের মানুষের একসঙ্গে বসবাস উল্লেখ করে তিনি বলেন, এখানে সবার মধ্যে সম্প্রীতি আছে। যারা চক্রান্ত করেছেন, তাদের কঠোর হস্তে দমন করা হবে। এই ক্ষেত্রে প্রশাসনের দায়বদ্ধতা আছে। আমরাও তাদের সঙ্গে কাজ করব। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের সভাপতিত্বে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান, আতিকউল্লাহ, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন ভৌমিক, কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক ও কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জি এস সহিদ প্রমুখ বক্তব্য দেন।