Logo
×

Follow Us

রাজনীতি

অন্তর্বর্তী সরকার চায় খেলাফত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১, ২২:১০

অন্তর্বর্তী সরকার চায় খেলাফত

রাষ্ট্রপতির সঙ্গে খেলাফত মজলিসের প্রতিনিধি দল। ছবি: পিআইডি

সুষ্ঠু ভোট আয়োজনে সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার চায় খেলাফত মজ‌লিস। নির্বাচন ক‌মিশন গঠনে আইন প্রণয়‌নও চায় দল‌টি। নির্বাচন ক‌মিশন গঠনে রাষ্ট্রপ‌তির সংলাপে এই দু‌টিসহ পাঁচ দফা প্রস্তাব দিয়েছে খেলাফত।

দলের মহাস‌চিব ড. আহমদ আবদুল কাদেরের নেতৃত্বে সাত সদস্যের প্রতি‌নি‌ধি দল সোমবার (২৭ ডিসেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপ‌তি মো. আবদুল হা‌মিদের সঙ্গে সংলাপে অংশ নেয়। 

আবদুল কাদের সাংবা‌দিকদের বলে‌ন, তার দল সার্চ ক‌মি‌টি চায় না। আইনের মাধ‌্যমে নির্বাচন ক‌মিশন চায়। রাষ্ট্রপ‌তিও মনে করেন, আইন থাকা দরকার। রাষ্ট্রপ‌তি খেলাফত নেতাদের বলেছেন, ‌আইন না থাকায় বারবার আপনাদের ডাকতে হয়। সরকারও বলেছে আইন করবে। আর মাত্র দেড় মাস বা‌কি আছে। এর মধ্যে কী হবে।

তিনি বলেছেন, রাষ্ট্রপ‌তির কাছে তারা নির্বাচনকালীন সরকার গঠনের দা‌বি জা‌নিয়েছেন, যে সরকার তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করবে। ভোটের সময় আইন, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রলালয় নির্বাচন কমিশনের অধীনে থাকবে। আমলাতন্ত্রের যে অবস্থা তাতে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

নির্বাচনকালীন সরকারের প্রস্তাবে রাষ্ট্রপ‌তি কিছু বলেন‌নি বলে জা‌নিয়েছেন খেলাফত মহাস‌চিব।

তি‌নি জানান, একজন আলেম ও একজন নারীকে নিয়ে নির্বাচন ক‌মিশন গঠনের প্রস্তাব ক‌রা হয়েছে।  

খেলাফত মজ‌লিস ২১ বছর বিএন‌পির জোটে ছিল। গত এপ্রিলে হেফাজতে ইসলামের স‌হিংসতার মামলায় দলের মহাস‌চিবসহ অনেকেই গ্রেফতার হন। গত জুনে বিএন‌পির জোট ছাড়ে খেলাফত মজ‌লিস।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫