Logo
×

Follow Us

রাজনীতি

সরকারের পদত্যাগ চায় বামজোট

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ২২:০০

সরকারের পদত্যাগ চায় বামজোট

বাম গণতান্ত্রিক জোট

সরকারের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টন মোড়ে আয়োজিত এক সমাবেশে জোটের নেতারা এ দাবি জানান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘তিন বছরপূর্তিতে কালো দিবস’ হিসেবে এ বিক্ষোভ করেন তারা।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন— বাম জোটের কেন্দ্রীয় নেতা সাইফুল হক, সাজ্জাদ জহির চন্দন, অধ্যাপক আব্দুস সাত্তার, মানস নন্দী, মোশরেফা মিশু, বাচ্চু ভূইয়া, হামিদুল হক ও বিধান রায়। সমাবেশ পরিচালনা করেন আকবর খান।

সমাবেশে নেতারা বলেন, তিন বছর আগে ২০১৮ সালের নির্বাচনে বর্তমান আওয়ামী লীগ সরকার আমলা-পুলিশ ও দলীয় গুন্ডাদের দিয়ে দিনের ভোট রাতে সিল মেরে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় জনগণের প্রতিও তাদের কোনও দায়বোধ নেই।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫