Logo
×

Follow Us

রাজনীতি

ফজিলাতুন নেসা বাপ্পি আর নেই

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০, ০৯:১৭

ফজিলাতুন নেসা বাপ্পি আর নেই

ফজিলাতুন নেসা বাপ্পি

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর অ্যাডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পি (৪৯) আর নেই। 

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে (H1N1) আক্রান্ত হয়ে বিএসএমএমইউ’এ তিনি গত শনিবার থেকে চিকিৎসাধীন ছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। 

বাপ্পীর মৃত্যুর বিষয়টি বিএসএমএমইউয়ের অ্যানেস্থেসিয়া বিভাগের চেয়ারম্যান ও আইসিইউয়ের দায়িত্বরত প্রধান অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর বাপ্পী সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন। নবম ও দশম সংসদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন।

 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫