দেশের ৯০ শতাংশ মানুষ বিএনপিকে চায় না: কাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০, ১৫:৫০

ওবায়দুল কাদের। ফাইল ছবি
দেশের ৯০ শতাংশ মানুষ এখন বিএনপিকে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপির জনপ্রিয়তা আরো কমে তলানিতে গিয়ে ঠেকবে।
তিনি আরো বলেন, নির্বাচন হওয়ার আগেই তা নিয়ে সংশয় প্রকাশ করা বিএনপির পুরানো স্বভাব। নির্বাচনে হারলেই তারা বলবে এটা কারচুপির নির্বাচন।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) আওয়ামী লীগের ত্রাণ সমন্বয় টিমের সঙ্গে এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
কাদের বলেন, দেশের ৯০ শতাংশ মানুষ বিএনপির বিরুদ্ধে। এ সংখ্যা আরো বাড়বে। ৯১, ৯২, ৯৩ এভাবে কমতে থাকবে। এভাবে এই শতাংশ এমন হবে যে, তারা একেবারে তলানিতে গিয়ে পৌঁছবে।
অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচনের আগে নির্বাচন সম্পর্কে বিএনপি নেতারা যে মন্তব্য করছেন তা হাস্যকর। তারা গণতন্ত্রের ভাষা বোঝেন না, তারা আইন-আদালত কিছুই মানেন না। তাদের একমাত্র লক্ষ্য যেকোনো উপায়ে ক্ষমতায় যাওয়া। হত্যা, খুন ও লুটপাটের রাজনীতি চর্চা করা। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে না পারলে চোরাইপথে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়া। এটাই তাদের রাজনীতি।
সিটি করপোরেশন নির্বাচনে ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সম্পর্কে এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, বিভিন্ন জরিপের ভিত্তিতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি। সব সিদ্ধান্ত ঠিক নাও হতে পারে। এ জন্য টিমওয়ার্ক হচ্ছে। কোথায় কোথায় প্রার্থীর অবস্থা কি, কোথাও বিতর্কিত প্রার্থী যদি থেকে থাকে সেটা আমরা ফাইন্ড আউট করবো। এর পর যথাযথ প্রার্থীকে ঘোষণা করবো। ওয়ার্ডে প্রার্থী উন্মক্ত করা হয়নি।
এ সময় ইভিএম পদ্ধতির প্রসংশা করে তিনি বলেন, ইভিএম এ নির্বাচনে কোথাও কোনো কারচুপির অভিযোগ উঠেনি। যেখানে ইভিএমএ নির্বাচন হয়েছে বেশির ভাগ ক্ষেত্রে বিএনপিই জয় পেয়েছে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।