Logo
×

Follow Us

রাজনীতি

আমি মুক্তিযোদ্ধার সন্তান, ভয় দেখিয়ে লাভ নেই: ইশরাক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০, ১৬:৫২

আমি মুক্তিযোদ্ধার সন্তান, ভয় দেখিয়ে লাভ নেই: ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। ফাইল ছবি

ভয় ভীতি দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না মন্তব্য করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান, ভয় দেখিয়ে লাভ নেই। নির্বাচনে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাবো।

শুক্রবার (০৩ জানুয়ারি) দুপুর ১২টায় ডিএসসিসি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে বৈঠকে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন বিএনপির এই প্রার্থী।

ইশরাক বলেন, ‘আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। নির্বাচন নিয়ে যতোই অত্যাচার নির্যাতনই করুন না কেনো, শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো।’

তিনি বলেন, আমি ভীত নই। ভয় ভীতি যতো দেখাচ্ছে, মনোবল ততো শক্ত হচ্ছে। নির্বাচনী মাঠ থেকে আমরা সরে যাবো না। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগণকে নিয়ে মাঠে থাকবো। 

বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের হয়রানি করা হচ্ছে দাবি করে ইশরাক বলেন, বৃহস্পতিবার বিকেলে বিএনপি সমর্থিত ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজুকে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই সাদা পোশাকের পুলিশ গ্রেফতার করে। একই সাথে ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আব্দুস সাহেদ মন্টুর কার্যালয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকরা হুমকি দেয়। এ দুই অভিযোগ আমরা মৌখিকভাবে রির্টানিং কর্মকর্তার কাছে জানিয়েছি। শনিবার আমরা লিখিতভাবে অভিযোগ দায়ের করবো।

তিনি বলেন, বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা কেউ পালিয়ে যাওয়ার মতো নন। কিন্তু হয়রানিমূলক মামলা দিয়ে তাদের গ্রেফতার করা হচ্ছে।

এদিকে ইশরাকের অভিযোগের ভিত্তিতে বৈঠক শেষে ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব মো. আবদুল বাতেন ইশরাক হোসেন বলেন, নির্বাচনী মাঠে সবাই সমান। অতি উৎসাহী হয়ে কাউকে হয়রানি করলে নির্বাচন কমিশন তাকে ছাড় দেবে না।

তিনি জানান, তারা মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন। লিখিতভাবেও অভিযোগ দেবেন বলেছেন। আমরা নির্বাচনী বিধি অনুযায়ী ব্যবস্থা নেবো।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫