Logo
×

Follow Us

রাজনীতি

বিএনপির কাউন্সিলর প্রার্থী তাজু কারাগারে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০, ১৭:৪০

বিএনপির কাউন্সিলর প্রার্থী তাজু কারাগারে

তাজউদ্দিন আহমেদ তাজু। ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৩ জানুয়ারি) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক হেলাল উদ্দিন বলেন, রাজধানীর বংশাল থানায় গাড়ি পোড়ানো ও একটি সিআর মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিলো। এ দুই মামলায় তাজুকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এসময় তার বিরুদ্ধে কোনো আবেদন না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, মনোনয়নপত্র যাচাইয়ের দিন বৃহস্পতিবার (২ জানুয়ারি) মতিঝিলের ইত্তেফাক মোড় থেকে  বংশাল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাজউদ্দিন আহমেদ তাজু বংশাল থানা বিএনপির সভাপতি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫