Logo
×

Follow Us

রাজনীতি

খালেদাকে দেখতে বিএসএমএমইউতে স্বজনরা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ১৬:৪২

খালেদাকে দেখতে বিএসএমএমইউতে স্বজনরা

খালেদা জিয়া। ফাইল ছবি

কারাবন্দী চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গিয়েছেন পরিবারের সদস্যরা। আজ রবিবার (৫ জানুয়ারি)  বিকাল সাড়ে তিনটার দিকে তারা হাসপাতালে যান। বিএসএমএমইউ পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা সাড়ে তিনটার দিকে খালেদার স্বজনরা হাসপাতালে আসেন।

পরিবারের পক্ষ থেকে কে কে এসেছেন জানতে চাইলে তিনি বলেন, খালেদা জিয়ার মেজ বোন সেলিমা ইসলাম, ছোট ছেলের বউ শর্মিলা রহমান এসেছেন। এছাড়াও তাদের সঙ্গে রয়েছেন খালেদা জিয়ার চার নাতনি জাহিয়া রহমান, সামিয়া ইসলাম, রাকিন ইসলাম, ও আরিবা ইসলাম।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫