Logo
×

Follow Us

রাজনীতি

আ.লীগের উপদেষ্টা হলেন মতিউর, কোষাধ্যক্ষ আশিকুর

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ২১:৩৭

আ.লীগের উপদেষ্টা হলেন মতিউর, কোষাধ্যক্ষ আশিকুর

অধ্যক্ষ মতিউর রহমান ও এইচ এন আশিকুর রহমান। ফাইল ছবি

সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। অন্যদিকে টানা দ্বিতীয় মেয়াদে আবার কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন এইচ এন আশিকুর রহমান।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৬(ক) ধারা মোতাবেক সংগঠনের সভাপতি শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর দলের ২১তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার পর উপদেষ্টা পরিষদের শূন্য পদে অধ্যক্ষ মতিউর রহমানকে মনোনয়ন প্রদান করেছেন।

একই সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে এইচ এন আশিকুর রহমান এমপিকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কোষাধ্যক্ষ হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫