Logo
×

Follow Us

রাজনীতি

ভেঙে দেয়া হলো বরিশাল মহানগর বিএনপির ৩০টি ওয়ার্ড কমিটি

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ০৯:৫৮

ভেঙে দেয়া হলো বরিশাল মহানগর বিএনপির ৩০টি ওয়ার্ড কমিটি

নবগঠিত আহ্বায়ক কমিটির সভা। ছবি : বরিশাল প্রতিনিধি

মেয়াদ উত্তীর্ণ বরিশাল মহানগর বিএনপির ৩০টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মহানগর বিএনপির সাবেক সভাপতি মজিবর রহমান সরোয়ার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীনের কমিটি ওই ৩০টি ওয়ার্ডে বিএনপির কমিটি গঠন করেছিলেন।

পরে গত শুক্রবার (১১ মার্চ) রাতে নবগঠিত আহ্বায়ক কমিটির এক জরুরি সভার মাধ্যমে কমিটিগুলো বিলুপ্ত করা হয়।

তিন বছর মেয়াদী ওইসব ওয়ার্ড কমিটির মেয়াদ উত্তীর্ণের পরেও নতুন কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়নি। মহানগর বিএনপি নতুন আহ্বায়ক কমিটি পুরানো কমিটি বিলুপ্ত করে নতুন করে গঠনের কার্যক্রম গ্রহণ করেছেন জরুরি সভার মাধ্যমে।

গতকাল শনিবার (১২ মার্চ) বিকেলে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল এবং সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ কমিটি বিলুপ্ত করার বিষয়টি নিশ্চিত করে বলেন, সবশেষ ২০১৩ সালে মহানগর বিএনপির কমিটি গঠন করা হয়। এরপর গঠন হয় ওয়ার্ড কমিটিগুলো। মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলাম আমি। ওই ওয়ার্ডে পরপর তিনবারের সভাপতি আমি ছিলাম। কিন্তু নতুন কমিটি গঠন না হওয়ায় নতুন নেতৃত্বের সৃষ্টি হয়নি। এ নিয়ে ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, কেন্দ্রের নির্দেশনা রয়েছে, মেয়াদ উত্তীর্ণ কেন্দ্রের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের। সেই নির্দেশনার অংশ হিসেবে গত শুক্রবার আমরা দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি এক জরুরি সভা করেছি।

সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। এসময় কমিটি বিলুপ্ত করার পক্ষে বক্তব্য রাখেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, যুগ্ম আহ্বায়ক ও বিসিসির সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ সিকদার ও কেএম শহীদুল্লা, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপুসহ অন্য নেতারা। সভার সিদ্ধান্ত মোতাবেক ৩০টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এদিকে, ওয়ার্ড বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা। তারা নতুন কমিটি গঠনের উদ্যোগে মহানগর বিএনপির নেতাদের অভিনন্দন জানিয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫