Logo
×

Follow Us

রাজনীতি

ভণ্ডামিতে সব ভরে গেছে: শামীম ওসমান

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ২১:৫৯

ভণ্ডামিতে সব ভরে গেছে: শামীম ওসমান

এ কে এম শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ভণ্ডামিতে সব ভরে গেছে। রাজনীতি একটা আদর্শের নাম। অনেকে শুরু করে আওয়ামী লীগ দিয়ে, অবস্থা খারাপ দেখলে যোগ দেয় জাতীয় পার্টিতে। জাতীয় পার্টি থেকে বিএনপিতে যায়। আবার বিএনপি থেকে আওয়ামী লীগে আসে।

তিনি বলেন, এমন ধান্দাবাজরা আমার পাশে বসার জন্য তবলা বাজায়। রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ভালো, কিন্তু ধান্দাবাজ ভালো না। এদের কোনও চরিত্র থাকে না।

আজ শুক্রবার (২৫ মার্চ) বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেছেন, ‘সামনে কঠিন সময় আসছে। রাজনীতি মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে। আগে মোশতাক (খন্দকার মোশতাক আহমেদ) তৈরি হতে হাজার বছর লাগতো। কিন্তু এখন থানায় থানায় ইউনিয়নে ইউনিয়নে মোশতাকরা জন্ম নেয়। দলের খেয়ে বিরুদ্ধে কাজ করে।’

তিনি বলেন, ‘আমি দলকানা রাজনীতিবিদ না। আমি একটা জিনিস বুঝি—ভালোকে ভালো আর খারাপকে খারাপ বলবো। আওয়ামী লীগ করে দেখে সবাই ভালো, আর অন্য দল করে দেখে সবাই খারাপ—তা না। আমি বিশ্বাস করি, ভালো কাজ করতে গেলে ভালো মানুষের দরকার। এই ভালো মানুষের এখন বড় অভাব। একটা সময় ছিল রাজনীতি মানে মানুষ তাকিয়ে দেখতো, কে রাজনীতিবিদ। তাকে সম্মান করে সালাম দিতো। এখন ভয়ে মানুষ সালাম দেয়। তবে সবাই এক না।’

কলেজের অধ্যক্ষ মো. নুর ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান ব্যাপারী, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম প্রমুুখ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫