Logo
×

Follow Us

রাজনীতি

হৃদয় মণ্ডলের নিঃশর্ত মুক্তি চায় ওয়ার্কার্স পার্টি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২২, ২২:০৮

হৃদয় মণ্ডলের নিঃশর্ত মুক্তি চায় ওয়ার্কার্স পার্টি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির লোগো। ছবি- সংগৃহীত

মুন্সীগঞ্জের রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক হৃদয় কুমার মণ্ডলের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

আজ শুক্রবার (৮ এপ্রিল) দলটির পলিটব্যুরো এক বিবৃতিতে এ দাবি জানায়।

ওয়ার্কার্স পার্টির নেতারা বলেন, ‘মুন্সীগঞ্জের রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক হৃদয় কুমার মণ্ডলকে পূর্বপরিকল্পিত চক্রান্তে ধর্ম অবমাননার অপবাদ দিয়ে নিগৃহীত করা হয়েছে। মিথ্যা মামলায় গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে পলিটব্যুরো।’

বিবৃতিতে বলা হয়, ‘বিজ্ঞানশিক্ষা জ্ঞান অর্জনের একটা মৌলিক বিষয়; যুক্তি ও তত্ত্ব হচ্ছে এর প্রাণ। বিজ্ঞানশিক্ষায় প্রতিবন্ধকতা তৈরী কোনোভাবেই কাম্য নয়। বিজ্ঞানের মৌলিক বিষয়কে ব্যাহত করার প্রয়াসেই সাম্প্রদায়িকীকরণের চক্রান্ত চলছে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫