Logo
×

Follow Us

রাজনীতি

বাম জোটের নতুন সমন্বয়ক অধ্যাপক আবদুস সাত্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ১৮:৫০

বাম জোটের নতুন সমন্বয়ক অধ্যাপক আবদুস সাত্তার

প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক আবদুস সাত্তার।

বাম গণতান্ত্রিক জোটের নতুন সমন্বয়ক নির্বাচিত হয়েছেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক আবদুস সাত্তার। তিনি আগামীকাল ১ মে থেকে পরবর্তী তিন মাস বাম জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

আজ শনিবার (৩০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বাম জোটের সমন্বয়ক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় নতুন সমন্বয়ক অধ্যাপক আবদুস সাত্তারকে শুভেচ্ছা জানানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫