বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ঘুম হচ্ছে না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ জুন ২০২২, ১৭:৪২

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ঘুম হচ্ছে না। রাতদিন বন্যার্তদের খোঁজ নিচ্ছেন। অথচ বিএনপি বনার্ত্যদের সহায়তায় না করে ঢাকায় বসে বাগাড়ম্বর করছে।
সোমবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, সরকার পদ্মা সেতুর উদ্বোধন করছে, কোনো উৎসব করছে না। বিএনপি চায় না পদ্মা সেতুর উদ্ধোধন হোক। এটা তাদের জন্য জ্বালা-যন্ত্রনার মতো।
দক্ষিণাঞ্চলে বন্যা হলে তখন দুর্ভোগ কমাতে পদ্মা সেতু সহায়ক হবে বলে তথ্যমন্ত্রী এ সময় উল্লেখ করেন।
তিনি জানিয়েছেন, এরইমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বর্নাত্যদের সহায়তায় সরকার সর্ব্বোচ চেষ্টা করছে। আওয়ামী লীগের কর্মীরা বন্যাক্রান্ত হয়েও রাতদিন সহায়তায় কাজ করছেন। একজন ছাত্রলীগ কর্মীও মারা গেছেন।