Logo
×

Follow Us

রাজনীতি

ইসির মতবিনিময় সভায় অংশ নেবে না জেএসডি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২২, ২৩:৪৪

ইসির মতবিনিময় সভায় অংশ নেবে না জেএসডি

জেএসডির পতাকা। ছবি- সংগৃহীত

ইভিএম এ কোনও ত্রুটি বিচ্যুতি আছে কিনা এবং এ মেশিন আরও উন্নত করা যায় কিনা সে বিষয়ে আগামীকাল মঙ্গলবার (২১ জুন) রাজনৈতিক দলের মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেএসডিকে আমন্ত্রণ জানানো হয়। 

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় অংশগ্রহণ করা অর্থহীন ও অপ্রয়োজন। এতে জেএসডি অংশগ্রহণ করবে না। 

আজ সোমবার (১৯ জুন) বিকালে দফতর সম্পাদক আবুল মোবারক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেএসডি মনে করে নির্বাচনে ইভিএম ব্যবহারের কোনও দাবি রাজনৈতিক দল বা জনগণের পক্ষ থেকে উত্থাপন করা হয়নি । ইভিএম মেশিন নির্বাচনে জনগণের অভিপ্রায় প্রকাশের অন্তরায় এবং জনগণের ভোটাধিকার প্রয়োগে বাঁধা। জনগণ বিশ্বাস করে ইভিএম সরকারের ক্ষমতা ধরে রাখার ‘ডিজিটাল কারচুপির’ নির্ভরযোগ্য মেশিন।

এতে উল্লেখ করা হয়, বিশ্বে প্রযুক্তির অধিকারী বিভিন্ন দেশ, যেমন যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, জার্মানি, ও মালয়েশিয়াসহ বহু দেশ যেখানে ইভিএম বর্জন করছে সেখানে প্রযুক্তিগত দিক থেকে পেছনে পড়া বাংলাদেশ ইভিএম ব্যবহারের দিকে এগোচ্ছে, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশের নির্বাচনে ইভিএম ব্যবহার করা সমীচীন হবে না এবং জনগণ এই চাপিয়ে দেয়ার সিদ্ধান্ত মেনেও নেবে না।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫