
রওশন এরশাদ ও গোলাম মোহাম্মদ কাদের
চিকিৎসাধীন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে দেখতে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জিএম) নেতৃত্বে একটি প্রতিনিধি দল। আগামী বৃহস্পতিবার (২৩ জুন) তাদের ব্যাংককে যাওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (২১) পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, আগামী ২৩ জুন দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের বিমানযোগে (টিজি-৩২২) ব্যাংককের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল অন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। থাইল্যান্ডে থাকাকালীন সময়ে তিনি ব্যাংককে ওয়েস্টিন গ্র্যান্ড সুকুমভিত হোটেলে অবস্থান করবেন।
খন্দকার দেলোয়ার জালালী আরও জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সফরসঙ্গী হিসেবে থাকবেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হকচুন্নু ও তার সহধর্মিণী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ এবংবিরোধী দলীয় উপনেতার সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট আবুতৈয়ব।
রওশনএশাদের সঙ্গে ব্যাংককে থাকা তার ছেলে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব শাদ এরশাদ বলেন, মায়ের অবস্থা এখন আগের চেয়ে ভালো। এখন কারো সাহায্য ছাড়াই হাঁটতে পারেন। যে কোন সময় দেশে ফিরে আসতে পারবেন।