সব দলের অংশগ্রহণে ইভিএমে নির্বাচন চায় গণতন্ত্রী পার্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ জুলাই ২০২২, ১২:২০

নির্বাচন কমিশন ভবনে সংলাপে অংশ নিয়েছে গণতন্ত্রী পার্টি। ছবি: সংগৃহীত
সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় গণতন্ত্রী পার্টি। দলটি দেশের সব নির্বাচনে ইভিএমের ব্যবহারে পক্ষে অবস্থান নিয়েছে।
আজ বুধবার (২০ জুলাই) নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংলাপে লিখিত বক্তব্যে এসব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, এবারের কমিশন যেহেতু সাংবিধানিক ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয়েছে, তাই আপনাদের কাছে জনগণের দায়িত্ব ও প্রত্যাশা অনেক বেশি। গণতন্ত্রী পার্টি চায় সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।
তিনি আরো বলেন, ‘আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছে তাকে দিবো’ এই নীতির আলোকে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এছাড়া নির্বাচনে কালো টাকা, পেশি শক্তির ব্যবহার বন্ধ করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন তিনি।
লিখিত বক্তব্যে ডা. শাহাদাত বলেন, স্বাধীনতা বিরোধী কোন রাজনৈতিক দল এবং যুদ্ধাপরাধী ব্যক্তি নির্বাচনের অযোগ্য বলে বিবেচিত হবে। এছাড়া প্রতিটি ক্ষেত্রেই ইভিএমের মাধ্যমে নির্বাচন করা যেতে পারে। তবে ইভিএম যেহেতু মেশিন, তাই কোনো অবস্থাতেই যাতে কেউ প্রযুক্তি ব্যবহার করে হ্যাকিং না করতে পারে সে ব্যাপারে নির্বাচন কমিশনকে সর্তক থাকতে হবে।